Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পার্বত্য এলাকায় অভাবনীয় উন্নয়ন হচ্ছে’

স্টাফ রিপোর্টার, বান্দরবান থেকে : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য এলাকায় অভাবনীয় দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। গত এক যুগ ধরে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বান্দরবানসহ ৩ পার্বত্য জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, কালবার্ট ব্রিজ, মসজিদ মন্দির, ধর্মীয় উপাসনালয়সহ প্রতটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
ফলে এ সরকারের আমলে পার্বত্য এলাকায় টেকসই উন্নয়ন হচ্ছে। মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক হওয়ার কারণে এত উন্নয়ন সম্ভব হচ্ছে। গতকাল সকালে বান্দরবান সদরের হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য দান কালে পার্বত্য মন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে বিদ্যুৎ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন করে জনগণের ভাগ্যের চাকা সচল করেছে এবং এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, মন্ত্রী বীর বাহাদুরের মাধ্যমে বান্দরবানে এ পর্যন্ত ২ শতাধিক মসজিদ মাদরাসা এতিমখানা নির্মিত হয়েছে।
অনুষ্ঠানে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুছ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মো. আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী মো. এরশাদ মিয়া, সোমনাথ চৌধুরী, পৌরসভার কাউন্সিলর মো. সেলিম রেজা, হাফেজ মাওলানা আব্দুছ ছোবহানসহ এলাকার গনমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ