Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের তরুণী তুরস্ক ভ্রমণে এসে ইসলাম ধর্মে মুগ্ধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২২, ১২:৫৩ পিএম

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলায় ভ্রমণে এসে ইসলাম ধর্মে মুগ্ধ হয়েছেন ৩৮ বছর বয়সী ইউক্রেনের ইউলিয়া কোনোটোবিশকি নামের এক তরুণী। এরপর বন্ধুদের সঙ্গে ফেতিয়ে শহরের স্থানীয় দারুল ইফতায় এসে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন তিনি।

আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণ ঘিরে অনুষ্ঠিত হয় বিশেষ আয়োজন। ফেতিয়ে শহরের মুফতি কামিল আকতাইসহ স্থানীয় ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হন।

পবিত্র কোরআন থেকে তাকে কয়েকটি আয়াত পাঠ করে শোনানো হয়। এরপর কালেমা পাঠ করে মুসলিম হিসেবে জীবন যাপন শুরু করেন তিনি।
ইউলিয়া কোনোটোবিশকি নিজের নাম পরিবর্তন করে হুলিয়া রাখেন। দারুল ইফতা-এর পক্ষ থেকে তাঁকে পবিত্র কোরআনের একপি উপহার দেওয়া হয়। এরপর তাঁর কাছে ইসলামের গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়। সূত্র : আনাদোলু এজেন্সি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ