Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বের তুলনায় যুক্তরাষ্ট্রে উষ্ণতার গতি বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ৭:৩৬ পিএম

সম্প্রতি মার্কিন সরকার প্রকাশিত ‘জাতীয় জলবায়ু পর্যালোচনা” খসড়া প্রতিবেদন থেকে জানা গেছে, জলবায়ু পরিবর্তন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ‘সুদূর-প্রসারী প্রভাব ফেলেছে এবং তাদের অবনতি অব্যাহত রয়েছে।

গত ৫০ বছরে দেশটিতে এখন জলবায়ু ও উষ্ণতার গতি বৈশ্বিক উষ্ণতার তুলনায় বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা শিল্পায়নের আগের তুলনায় ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। যুক্তরাষ্ট্রে ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত ১.৩৯ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা বিশ্বের গড় বৃদ্ধির চেয়ে বেশি।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, শত কোটি মার্কিন ডলার ক্ষতি করে এমন প্রাকৃতিক দুর্যোগ ১৯৮০ সালের প্রতিমাসে চারবার থেকে বেড়ে বর্তমানে তিন সপ্তাহে একবার ঘটছে। দুর্যোগের মধ্যে রয়েছে প্রবল বৃষ্টিপাত, চরম গরম, অগ্নিকান্ড এবং বন্যা। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ