Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কপিরাইট লঙ্ঘন করায় কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২২, ১০:৪৮ এএম

‘ভারত জোড়ো যাত্রা’য় বিনা অনুমতিতে জনপ্রিয় কন্নড় ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর গান ব্যবহারের দায়ে কংগ্রেসের টুইটার অ্যাকউন্ট সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর আদালত।
এমআরটি মিউজিকর সংস্থার পক্ষ থেকে নবীন কুমার নামে এক ব্যক্তি কংগ্রেসের রাহুল গান্ধী, জয়রাম রমেশসহ তিন নেতার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের এই অভিযোগ করেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, অনেক কাঠখর পুড়িয়ে কেজিএফ ২ এর দুটি হিন্দি গানের কপিরাইট আদায় করেছে তারা। এতে অনেক অর্থব্যয় হয়েছে তাদের। কিন্তু কংগ্রেস নেতারা বিনা অনুমতিতে ভারত জোড়ো যাত্রার একটি ভিডিওতে ওই ছবির গান ব্যবহার করে কপিরাইট লঙ্ঘন করেছেন। কর্ণাটক থেকে তেলেঙ্গানার উদ্দেশে যাওয়ার সময়ে ভারত জোড়ো যাত্রার ভিডিওতে গানটি ব্যবহার করা হয়।
এরপরেই অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুরের এক আদালত দলটির টুইটারকে নির্দেশ দেওয়া হয় ভিডিওগুলো মুছে দিতে। পরে আরও নির্দেশ দেওয়া হয়, কংগ্রেস এবং ভারত জোড়ো যাত্রার টুইটার হ্যান্ডেলগুলো সাময়িক বন্ধ করে দেওয়ার জন্য।
পাশাপাশি কপিরাইট লঙ্ঘনের অভিযোগে কংগ্রেসের ওই তিন নেতার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। এ বিষয়ে দলটির পক্ষ জানানো হয়েছে, এ বিষয়ে সমস্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে দলের পক্ষ থেকে।সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ