মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গত রোববার দিবাগত রাতে টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে। তার বিরুদ্ধে যৌন নিগ্রহের চারটি অভিযোগ রয়েছে। জামিনের আবেদন জানাতে সোমবার সিডনির আদালতে হাতকড়া পরা অবস্থায় ভার্চুয়ালি হাজির হন তিনি।
ডাউনিং সেন্টার লোকাল কোর্টের স্ক্রিনে তাকে দেখা যায়। কেবল পরিচয় দিতে কথা বলেন গুনাথিলাকা। সিডনি ডিটেনশন সেন্টারে একটি ধূসর টি-শার্ট পরে ছিলেন তিনি। বেশ ধীরস্থির থাকতে দেখা গেছে এই লঙ্কান ব্যাটসম্যানকে।
গুনাথিলাকার আইনজীবী আনন্দ অমরনাথ জানান, জামিন চেয়েছেন ৩১ বছর বয়সী ক্রিকেটার। ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়ামস জামিনের আবেদন শুনানির আগে মামলা কিছুক্ষণের জন্য মুলতবি করেন।
গত রোববার বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কার হারের কয়েক ঘণ্টা পর টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ বলেন, গত সপ্তাহে সিডনির উপশহরে এক নারীকে যৌন নির্যাতন করেন এই ব্যাটসম্যান। একটি ডেটিং অ্যাপে কয়েকদিনের আলাপে তাদের পরিচয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।