Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিডনির আদালতে যৌন নিগ্রহে অভিযুক্ত গুনালিথাকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১২:০৮ পিএম

গত রোববার দিবাগত রাতে টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় প্রথম রাউন্ডেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়া শ্রীলঙ্কার ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে। তার বিরুদ্ধে যৌন নিগ্রহের চারটি অভিযোগ রয়েছে। জামিনের আবেদন জানাতে সোমবার সিডনির আদালতে হাতকড়া পরা অবস্থায় ভার্চুয়ালি হাজির হন তিনি।

ডাউনিং সেন্টার লোকাল কোর্টের স্ক্রিনে তাকে দেখা যায়। কেবল পরিচয় দিতে কথা বলেন গুনাথিলাকা। সিডনি ডিটেনশন সেন্টারে একটি ধূসর টি-শার্ট পরে ছিলেন তিনি। বেশ ধীরস্থির থাকতে দেখা গেছে এই লঙ্কান ব্যাটসম্যানকে।

গুনাথিলাকার আইনজীবী আনন্দ অমরনাথ জানান, জামিন চেয়েছেন ৩১ বছর বয়সী ক্রিকেটার। ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়ামস জামিনের আবেদন শুনানির আগে মামলা কিছুক্ষণের জন্য মুলতবি করেন।

গত রোববার বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শ্রীলঙ্কার হারের কয়েক ঘণ্টা পর টিম হোটেল থেকে গুনাথিলাকাকে গ্রেপ্তার করে সিডনি পুলিশ। নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ বলেন, গত সপ্তাহে সিডনির উপশহরে এক নারীকে যৌন নির্যাতন করেন এই ব্যাটসম্যান। একটি ডেটিং অ্যাপে কয়েকদিনের আলাপে তাদের পরিচয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিডনি

৪ সেপ্টেম্বর, ২০২২
১০ সেপ্টেম্বর, ২০২১
১০ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ