Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরানের লংমার্চে যোগ দিতে বিয়ের আসর ছেড়ে পালালেন বর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ১১:২০ এএম

প্রিয় রাজনৈতিক নেতার ডাকে সাড়া দিতে বিয়ের দিন হবু কনেকে ছেড়ে পালিয়েছেন এক যুবক। এই ঘটনা পাকিস্তানের। রিপোর্ট, সিদরা নাদিম নামে এক তরুণী ইজাজকে বিয়ে করবেন বলে বিয়ের আসরে অপেক্ষায় ছিলেন। বিয়েতে হাজিরও হয়েছিলেন ইজাজ। কিন্তু হঠাৎ বেপাত্তা হয়ে যান বিয়ের আসর থেকে।

পরবর্তীতে জানা যায়, তিনি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইমরান খানের ডাকা চলমান আজাদি মার্চে যোগ দিতে লাহোর চলে গিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।
বরের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন সিদরা নাদিম। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভালবেসে বিয়ে করতে চেয়েছিলেন ইজাজকে। কিন্তু ইজাজ তার থেকেও প্রিয় রাজনৈতিক দলকে বেশি গুরুত্ব দেবেন, তা ভাবতে পারেননি তিনি। দুঃখ করে নাদিম বলেছেন, বিয়ের জন্য ক্যাটারিং সার্ভিস, ডেকোরেটর সবাইকে টাকা দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু ইজাজের প্রস্থানে সব টাকা পানিতে গেল।
বিয়ের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যখন সিদরা বুঝতে পারেন আপাতত তার বিয়েটা হচ্ছে না, তখন ইমরানকে খোলা চিঠি লিখে তিনি ইজাজকে দ্রুত বিয়ের আসরে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এত কিছুর পরেও ইজাজ অবশ্য ফেরেননি। তিনি তখন মিছিলের সঙ্গে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পথে। প্রতিবেদনে বলা হয়েছে, সিদরা নাদিমও ইমরান এবং তার দলের ভক্ত। তাই এত কিছুর পরও তিনি জানিয়েছেন যে, বিয়ের পর ইজাজের সঙ্গে তিনি মিছিলে হাঁটবেন। হাতে হাত ধরে তারা পাকিস্তানের উন্নয়নের জন্য ইমরানের পাশে দাঁড়াবেন বলেও দাবি করেছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ