গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে মো. সাবাব আজাদ (২১) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিয়াম নামে আরও একজন। তিনি সাবাব আজাদের বন্ধু।
শনিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সাবাব ও সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত পৌনে ১টার দিকে সাবাব আজাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাবাবের বাবা আবুল কালাম আজাদ বলেন, সাবাব ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গতকাল তারা দুই বন্ধু মাওয়া ঘুরতে যান। ঢাকায় ফেরার পথে নিমতলা এলাকায় তাদের প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজ সকালে ময়নাতদন্ত ছাড়াই সাবাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ। আহত সিয়াম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।