Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে অনন্তর দিন দ্য ডে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০২ এএম

আগামী কোরবানি ঈদে মুক্তি পাবে জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক এবং বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিলের সিনেমা দিন দ্য ডে। ইতোমধ্যে এর মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে। সেন্সর বোর্ডে জমা সিনেমাটি জমা দেয়া হয়েছে। ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এর মুক্তির প্রস্তুতি শুরু হবে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমাটি ইরান ও বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি দেয়া হবে। এতে অনন্ত ও বর্ষা ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তান, লেবাননের শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে আন্তর্জাতিক মাদক চোরাকারবারি ও সন্ত্রাসবাদ দমনকে কেন্দ্র করে। এতে আন্তর্জাতিক সংস্থার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অনন্ত। সিনেমাটির শুটিং হয়েছে ইরানের হেরাতের দুর্গম পাহাড় ও মরুভূমি, আফগানিস্তান সীমান্ত, তুরস্ক এবং বাংলাদেশের বুড়িগঙ্গা ব্রিজ, ৩০০ ফিট ও হেমায়েতপুরে এজে শিল্প পার্কসহ বিভিন্ন লোকেশনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে অনন্তর দিন দ্য ডে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ