Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়নস লিগে রিয়ালের কাছে পাত্তাই পেল না সেল্টিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৮:১৭ এএম | আপডেট : ১:০৩ পিএম, ৩ নভেম্বর, ২০২২

নকআউট নিশ্চিত হয়েছিল আগেই।গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচটি রিয়াল মাদ্রিদের কাছে ছিল শেষ ষোলর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। আর এই ম্যাচে প্রতিপক্ষ সেল্টা ভিগোকে ৫-১ উড়িয়ে দিয়ে প্রস্তুতি সেরেছে আনচেলেত্তির শিষ্যরা।

তবে বার্নাব্যুতে এদিন নিজেদেরকে কিছুটা দুর্ভাগা মনে করতে পারে সেল্টিক।কারণ ৬ মিনিটে ও ২১ মিনিটে রিয়ালের প্রথম গোল দুটি আসে স্পট কিক থেকে।রক্ষণভাগে বল ক্লিয়ার করতে গিয়ে দুইবার হ্যান্ডবল করে বসে সেল্টা ডিফেন্ডাররা। দুইবারই পেনাল্টির বাশি বাজান রেফারি। রিয়ালের হয়ে গোল করেন মদ্রিচ ও রদ্রিগো।

দিনটা যে তাদের নয় সেটি বুঝা গেল একটু পরেই।৩৫ মিনিটে পাওয়া স্পট কিক থেকে রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়াকে ফাকি দিতে ব্যর্থ হন সেল্টিকের ভিগোর জুরানোভিচ।প্রথমার্ধে অবশ্য একাধিক জোরলো আক্রমনণ করেও কর্তোয়াকে পরাস্ত করতে পারেন নি স্কটিশ ক্লাবটি।

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা রিয়াল বিরতির পর পেয়েছে তিন গোল।যার সবকটির কারিগর দলের তরুণ খেলোয়াড়রা।৫১ মিনিটে অসেননিসোও ব্যবধান ৩-০ করে। এর দশ মিনিট পরেই স্কোরশীটে নাম লেখান ভিনিয়াস জুনিয়র। ভালবার্দের এসিস্ট থেকে বক্সে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন বাজ্রিলিয়ান ফরোয়ার্ড।আর ৭১ মিনিটে ভালবার্দের গোলে বড় জয় নিশ্চিত হয় রিয়ালের। কিছু সহজ সুযোগ হাতছাড়া না হলে এ ব্যবধান আরও বড় করতে পারত কার্লো আনচেলত্তির দল।ম্যাচের শেষ দিকে একটা গোল শোধ করে সেল্টা ভিগো।

এই গ্রুপের আরেক ম্যাচে অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে উড়িয়ে নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গী হয়েছে আরবি লাইপজিগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ