Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাজশাহীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ৪:১১ পিএম

রাজশাহীর বাঘায় নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে নিখোঁজের পরদিন তার ব্যাটারিচালিত ভ্যানটি ব্যাটারি ছাড়াই উদ্ধার করা হয়।

বুধবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাঘা উপজেলার মনিগ্রাম তুলসী আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত স্কুল ছাত্রের নাম সাব্বির হোসেন (১৬)। সে বাঘার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে। শারীরিক ও বাক প্রতিবন্ধী সাব্বির হোসেন আড়পাড়া আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

ঘটনাসূত্রে জানা যায়, গত রোববার (৩০ অক্টোবর) বিকেলে স্কুল থেকে ফিরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হন সাব্বির হোসেন। গভীর রাত পর্যন্ত বাড়ি না আসায় রাত ১১টার দিকে সাব্বিরের চাচা শরিফুল ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট-ঈশ্বরর্দী সড়কের পাশ থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। তবে এসময় ভ্যানে কোনো ব্যাটারি পাওয়া যায় নি। সবশেষ বুধবার সকালে মনিগ্রাম তুলসীপুর থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি সাজ্জাদ হোসেন বলেন, ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ