Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুজরাটে সেতু ধসের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১১:৪০ এএম

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে চারজন সেতুটির রক্ষণাবেক্ষণে চুক্তিবদ্ধ থাকা ওরেভা গ্রুপ কোম্পানির কর্মী। তা ছাড়া এদের মধ্যে গ্রুপটির একাধিক ব্যবস্থাপকও রয়েছেন। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
গুজরাট পুলিশের রাজকোট রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল (আইজি) অশোক যাদব সংবাদমাধ্যমকে বলেন, ‘সেতু ধসের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় এফআইআর হয়েছে। এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে ওরেভা গ্রুপের দুইজন ম্যানেজার, দুইজন টিকিট কালেক্টর, দুইজন ঠিকাদার এবং তিনজন নিরাপত্তারক্ষী। দায়িত্বে অবহেলার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
মরবি জেলার এই ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে এখন পর্যন্ত ১৪১ জন নিহত হয়েছেন। গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।
সেতুটি ভেঙে মাচ্চু নদীতে পড়ার সময় সেখানে ৫০০ মানুষ ছিলেন। তারা ছট পূজার কিছু আচার অনুষ্ঠান পালন করতে সেখানে জড়ো হয়েছিলেন। গত সপ্তাহে ১৫০ বছরের পুরোনো মরবির এই ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি সংস্কার করা হয়। পরে গুজরাটি নববর্ষ উপলক্ষে মাত্র চার দিন আগে গত ২৬ অক্টোবর এটি পুনরায় চালু করা হয়। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই সেতু। সূত্র : হিন্দুস্তান টাইমস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ