মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অনুমতি না নিয়ে বিরাট কোহলির হোটেল রুমে ঢুকে ভিডিও করায় এক কর্মীকে চাকরিচ্যুত করেছে পার্থের হোটেল ক্রাউন। তাকে সব ধরনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হোটেলের পক্ষ থেকে ভারতের সাবেক অধিনায়কের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।
সোমবার হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা আন্তরিকভাবে অতিথির (বিরাট) কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত পদক্ষেপ নিতে সচেষ্ট থাকব আমরা।’
তারা আরও জানিয়েছে, একটি তৃতীয় পক্ষের সঙ্গে তদন্ত চালানো হচ্ছে। এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা ভারতীয় ক্রিকেট দল ও আইসিসির সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছি এবং ক্ষমা প্রার্থনা করেছি। আমাদের তদন্তে কী উঠে আসে, সে বিষয়টিও আইসিসি ও ভারতীয় দলকে জানানো হবে।
সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন কোহলি। বিনা অনুমতিতে তার হোটেল রুমে ঢুকে ভিডিও করার অভিযোগ করে তিনি লিখেন, ‘আমি জানি যে নিজেদের প্রিয় খেলোয়াড়দের দেখে অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে পড়েন সমর্থকরা এবং প্রিয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে মুখিয়ে থাকেন। যে বিষয়ে আমি সবসময় বাহবা দিয়ে এসেছি। কিন্তু এই ভিডিও দেখে আমি হতবাক এবং নিজের প্রাইভেসি নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়েছি। হোটেলে নিজের রুমের মধ্যে যদি প্রাইভেসি বজায় না থাকে, তাহলে কোথায় সেটা থাকবে বলে আমি আশা করতে পারি? আমি একেবারেই এই ধরণের খেলোয়াড় প্রীতি পছন্দ করি না। এই ঘটনায় পুরোপুরি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। দয়া করে মানুষের প্রাইভেসির প্রতি সম্মান প্রদর্শন করুন এবং সেটাকে বিনোদনের পণ্য হিসেবে বিবেচনা করবেন না।’
বিষয়টি নিয়ে ভীষণ অসন্তোষ প্রকাশ করেন বিরাটের স্ত্রী অনুশকা শর্মাও। তিনি লিখেন, ‘আমারও এরকম কিছু ঘটনা আছে, যেখানে ভক্তরা কোনো প্রকার ক্ষমা কিংবা অনুশোচনা দেখায়নি। কিন্তু সত্যি এটি খুব খারাপ। এটি একজন মানুষকে অসম্মান করা এবং অপরাধ। যে কেউ ভিডিওটি দেখে বলবে ‘সেলিব্রেটি হো’! এটাও জানা উচিত আপনিও এই সমস্যার অংশ। নিজেকে নিয়ন্ত্রণের অনুশীলন অন্যকে সহযোগিতা করে। এ ঘটনা যদি আপনার বেডরুমে ঘটতো?’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।