Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ ভারতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম


ধর্ষণের প্রমাণ পেতে নির্যাতিতার দু’আঙুলের পরীক্ষা (টু ফিঙ্গার টেস্ট) করানো যাবে না বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বিষয়টি দেশটির সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালকে অবহিত করতে বলার পাশাপাশি মেডিকেল পরীক্ষার পাঠ্যক্রম থেকেও এ সংক্রান্ত পাঠের বিষয় অপসারণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার এ সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল ভারতের সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে। সেখানেই ধর্ষিতার দু’আঙুলের পরীক্ষা (টু ফিঙ্গার টেস্ট) করানোর মনোভাবকে সমাজের ‘পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ’, বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট। সোমবার ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচ‚ড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এই আদেশ দেন। আদালত জানিয়ে দেন, এই ধরনের পরীক্ষা কোনওভাবেই একজন ধর্ষিতার উপর করা যাবে না। যদি কেউ এই পরীক্ষা করেন, তবে তাকে অসদাচরণের দায়ে অভিযুক্ত হতে হবে। হিন্দুস্তান টাইমস, আউটলুক, ইন্ডিয়া ডটকম, ফার্স্ট পোস্ট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ