Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়ের কোপে ‘দা বাহিনী’র প্রধান নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২২, ১২:০৪ পিএম

কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়নে বাজার থেকে বাড়ি ফেরার পথে মো. নাছির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন টইটং ইউনিয়নের পন্ডিত পাড়ার আবুল হোছাইনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টইটং ২নং ওয়ার্ড়ের ইউপি সদস্য আবুল কালাম। কথিত এই দা বাহিনীর প্রধান অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পরও দায়ের কোপে নিহত হওয়ায় এলাকায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান তিনি।

এলাকাবাসী জানায়, মো. নাছির উদ্দিন পেকুয়ার ‘দা বাহিনী’র প্রধান ছিলেন। কথিত দা বাহিনী ওই এলাকায় পাহাড়ি বনভূমির জমি দখল, চাঁদাবাজি, অবৈধভাবে বালু উত্তোলনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

সম্প্রতি মো. নাছির উদ্দিন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র জমা দিয়ে জেল খেটে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কিছুদিন আগে তিনি জামিনে বেরিয়ে আসেন। সেই দা বাহিনীর প্রধান মো. নাছির উদ্দিন রোববার রাত ১১টার দিকে টইটং বাজার থেকে বাড়ি ফেরার পথে ৫/৬ জনের একদল দুর্বৃত্তের উপর্যুপরি দায়ের কোপে গুরুতর হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মো. নাছির উদ্দিন মারা যায়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. ফরহাদ আলী জানান, ঘটনার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এঘটনায় এখনও কেউ মামলা করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ