মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফের বিতর্কে চকোলেট প্রস্তুতকারক সংস্থা ক্যাডবেরি। দীপাবলির বিজ্ঞাপনের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে অপমান করা হয়েছে বলেই অভিযোগ। আর সেই অভিযোগে ক্যাডবেরিকে বয়কটের ডাকও দিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল #BoycottCadbury।
একজন অস্থায়ী ব্যবসায়ী এবং চিকিৎসকের কথোপকথন বিজ্ঞাপনটিতে ফুটিয়ে তোলা হয়েছে। শুরুতে দেখা যাচ্ছে, চিকিৎসক ব্যবসায়ীর খোঁজ নিচ্ছেন। বলছেন, এতদিন তোমার খোঁজ করছি। কোথায় ছিলেন? ব্যবসায়ী জানান, স্থায়ী দোকান নেই তাই যেখানে সেখানে জিনিসপত্র বিক্রিবাটা করতে বসেন। এরপর ব্যবসায়ীর হাতে ক্যাডবেরি তুলে দেন চিকিৎসক। দীপাবলির শুভেচ্ছা বিনিময়ও করেন। তারপর একটি স্থায়ী দোকানের কথা বলছেন চিকিৎসক। তাতে মুগ্ধ হন ব্যবসায়ী। এরপর একে অপরকে চকোলেট খাইয়ে আনন্দ উদযাপন করেন তারা।
আপাতদৃষ্টিতে এই বিজ্ঞাপন নিয়ে আপত্তি করার মতো তেমন কিছুই নেই। তবে সমস্যা মাথাচাড়া দিয়েছে ব্যবসায়ীর নাম নিয়ে। বিজ্ঞাপনে ওই ব্যবসায়ীর নাম দামোদর। দরিদ্র্য ব্যবসায়ীর নাম দামোদর দিয়ে আদতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবাকে অপমান করা হয়েছে। হিন্দুত্ববাদী নেত্রী প্রাচী সাধ্বী টুইট করে এই বিজ্ঞাপনের জোরাল বিরোধিতা করে। এই টুইটটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। নেটদুনিয়া জুড়ে ট্রেন্ডিং #BoycottCadbury।
এর আগে ক্যাডবেরির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। ক্যাডবেরির তৈরি চকোলেট গরুর মাংস দেয়া হয় বলে দাবি করেন কেউ কেউ। সেই সময় যদি বিতর্কে পানি ঢালতে আসরে নামে খোদ সংস্থা। এই দাবি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর বলেই দাবি করে ক্যাডবেরি। এবার বিজ্ঞাপন নিয়ে চরম বিপাকে ক্যাডবেরি। সূত্র: টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।