বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাউজান উপজেলা সংবাদদাতা : কাগতিয়া আলীয়া দরবার শরিফের মোর্শেদ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আলী বলেছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে, প্রিয় নবী (সা:) কে পিতা-মাতা, সন্তান-সন্ততি, পরিবার-পরিজন, ধন-সম্পদ এমন কী পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে ছিল, আছে, থাকবে সকলের চেয়ে এবং নিজ প্রাণের চেয়েও অধিক ভালোবাসতে হবে।
অন্যথায় পূর্ণ ঈমানদার হওয়া যায় না। আর যুগে যুগে এমন কিছু যুগশ্রেষ্ঠ মনীষী আল্লাহ তায়ালা জমিনে প্রেরণ করেন যারা মুসলিম মিল্লাতের নবীপ্রেমের মডেল হয়ে থাকে। এমন একজন যুগশ্রেষ্ঠ মনীষী আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু। তিনি গতকাল সোমবার পবিত্র জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) উদ্যাপন উপলক্ষে রাউজান কাগতিয়া আলীয়া দরবার শরিফের ৬৩তম ঈদে মিলাদুন্নবী (সা:) শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছিলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, দেশ-বিদেশে মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে জশ্নে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা:) উদ্যাপনের অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর সোমবার চট্টগ্রামের লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য গাউছুল আজম কনফারেন্সে মুসলমান যুবকরা পাবে প্রিয় রাসূলের আদর্শে জীবন গঠনের ফলপ্রসু দিক-নির্দেশনা। অনেক অজানা আধ্যাত্মিক রহস্যাবলি সম্পর্কে জানতে পারবে। নবীর প্রেম-মুহব্বতে সিক্ত হয়ে নবীপ্রেমিক আশেকে রাসূল হওয়ার উপায় জানতে পারবে।
মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা:) উদ্যাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বাদে জোহর খতমে কুরআন, ঈদে মিলাদুন্নবী (সা:) শীর্ষক সেমিনার, বাদে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে নূরে কুরআন বিতরণ, বাদ মাগরিব বায়আতের নির্দিষ্ট ছবকপ্রাপ্ত তরিক্বতপন্থীদেরকে রাসূলে (সা:) এর সুন্নাত তরিক্বায় বায়আত, তাওয়াজ্জুহ্র মাধ্যমে রাসূল (সা:) এর বাতেনি নূর বিতরণ, তাবাররুক বিতরণ এবং বাদে এশা মোর্শেদে আজম হুজুর ক্বেবলা মাদ্দাজিল্লুহুল আলীর তকরির, মিলাদ-কিয়াম ও আখেরি মুনাজাত।
মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ ইব্রাহিম হানফী, উপাধ্যক্ষ আল্লামা বদিউল আলম আহমদী, মুফতি কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকি, আল্লামা মোহাম্মদ আশেকুর রহমান, আল্লামা সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ ফোরকান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।
মিলাদ ও কিয়াম শেষে হুজুর ক্বেবলা দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর নূরানি ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।