নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এক মৌসুম পর ফের ঘরোয়া ফুটবলে ফিরছে গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) অংশ নেবে দলটি। ইতোমধ্যে চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব লাইসেন্সিং শেষ করেছে তারা। এক মৌসুম পর এসে ব্রাদার্স ইউনিয়ন পুনরায় বিপিএল উঠার জন্যই দল গোছানোর চেষ্টা করেছে। দলটির দায়িত্ব দেয়া হয়েছে জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ মিলন মোল্লাকে। এক সময় বাংলাদেশের ফুটবলে তৃতীয় শক্তি ও তারুণ্যের প্রতীক ছিল ব্রাদার্স ইউনিয়ন। ১৯৭৫ সালে ঘরোয়া ফুটবলে এলেও ৪৫ বছর পর্যন্ত শীর্ষ পর্যায়ে ছিল। ২০২০-২১ মৌসুমে ব্রাদার্স বিপিএল থেকে অবনমনে যায়। নিয়ম অনুযায়ী ২০২১-২২ মৌসুমে বিসিএলে খেলার কথা ছিল তাদের। কিন্তু তারা খেলেনি। এক মৌসুম পর ঘরোয়া ফুটবলে ফিরে সরাসরি বিসিএলে খেলবে গোপীবাগের ঐতিহ্যবাহী ক্লাবটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।