Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার দখলকৃত দোনেৎস্কে হামলা চালিয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০৫ পিএম

রাশিয়ার দখলকৃত দোনেৎস্কের একটি রেল স্টেশনের জ্বালানি ট্যাংক এবং তেল ডিপোয় ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। খবর দ্য গার্ডিয়ানের।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দোনেৎস্কের শাখতারস্ক শহরে নিযুক্ত রুশ প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ফায়ার ফাইটারদের রাতভর চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ভস্মীভূত স্টেশনে ছিল ট্রেনের বেশকিছু বগি ও চারটি তেলবাহী ট্যাংকার। যার একটিতে ছিলো দু’হাজার কিউবিক মিটার পরিমাণ জ্বালানি। বাকিগুলোর প্রত্যেকটিতে ছিলো ৪০০ কিউবিক মিটার করে জ্বালানি তেল।

শহর প্রশাসনের দাবি, পশ্চিমাদের দেয়া দূরপাল্লার মিসাইলের মাধ্যমে এ স্থাপনা ধ্বংস করছে ইউক্রেনীয় সেনাবহর। অবশ্য, এ হামলার ব্যাপারে এখনও কোনো স্বীকারোক্তি বা তথ্য জানায়নি জেলেনস্কি প্রশাসন।

প্রসঙ্গত, গত মাসে গণভোটের পর যে ৪টি অঞ্চল নিজ মাণচিত্রে সংযুক্ত করেছিলো রাশিয়া; দোনেৎস্ক তার অন্যতম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ