Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুপিতে এবার মোদির ছবি ছাপানোর দাবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৯:৩২ পিএম

ভারতীয় মুদ্রা রুপির নোটে দেবতা গণেশ ও দেবী লক্ষ্মীর ছবি ছাপার দাবির পর এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপারও দাবি উঠেছে। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম এই দাবি উত্থাপন করেছেন।
এত দিন ধরে ভারতীয় মুদ্রার নোটে কেবল দেশটির জাতির জনক মহাত্মা গান্ধীরই ছবি ছাপা হয়ে আসছে। তবে গতকাল বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরিওয়াল দেবী লক্ষ্মী ও দেবতা গণেশের ছবি ৫০০ রুপির নোটে ছেপে ভগবানের আশীর্বাদে দেশের অর্থনীতিকে চাঙা করার দাবি তোলেন।
তবে বিজেপির অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই কেজরিওয়াল এই দাবি উত্থাপন করেছেন। এবার দেবতার ছবির বদলে ‘অবতার’ নরেন্দ্র মোদির ছবি ছাপার দাবি করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। একই সঙ্গে তিনি ছত্রপতি শিবাজি, হিন্দুত্ববাদী নেতা সাভারকর, ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের ছবি ছাপারও দাবি তুলেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি রাম কদম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছবি সম্মিলিত ৫০০ রুপির ডামি নোটের ছবিও প্রকাশ করেন। সঙ্গে তিনি স্লোগানও দেন, ‘অখণ্ড ভারত, নয়া ভারত, মহান ভারত। জয় শ্রীরাম। জয় মাতাদি’। রাম কদমের মতে, ‘মোদি এখন শুধু দেশেই নয়, বিদেশেও বেশ সমাদৃত। তিনি বিশেষ ক্ষমতারও অধিকারী। তাই তাঁর ছবি ছাপা হোক নোটে।’
বিতর্ক এখানেই শেষ নয়, নোট বিতর্কে অংশ নিয়ে কংগ্রেসের নেতা ও লোকসভা সদস্য মণীশ তিওয়ারি দাবি করেছেন, ‘গান্ধীর পাশাপাশি আম্বেদকরের ছবিও ছাপতে হবে ৫০০ রুপির নোটে। পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীদের একটা অংশ রুপিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছাপারও দাবি তুলেছে। সব মিলিয়ে ভারতে জমে উঠেছে নোটে ছবি ছাপার দাবি নিয়ে রাজনীতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ