Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ড বাজারে শেরওয়ানি দোকানে অগ্নিকাণ্ড, রক্ষা পেল অসংখ্য দোকান

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৬:৪১ পিএম

সীতাকুণ্ডে পৌরসদর বাজারে একটি শেরওয়ানি দোকান জলসাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।আজ বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকানির। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, সীতাকুণ্ড পৌরসদর বাজারে অবস্থিত জলসা নামক একটি শেরওয়ানি দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহুর্তে দোকানের সবগুলো শেরওয়ানি সহ অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছেঁ আগুন পাশ্ববর্তী দোকানে ছড়িয়ে পড়ার আগেই এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন ফায়ার সার্ভিস । এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো: আবুল কালাম এর ছেলে মো: নুর উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ দোকানে আগুন লেগে যায়। তিনি বলেন, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে এ বিষয়ে অবহীত করলে তারা ঘটনাস্থলে পৌছেঁ আগুন নিয়ন্ত্রণে আনেন।এতে আমাদের দোকানে শেরওয়ানি পুড়ে প্রায় ১লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে সীতাকুণ্ড পৌরসভা দোকান মালিক সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাহার বলেন,আগুন লাগার খবর শোনা মাত্রই ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছঁনোর কারণে বাজারে অসংখ্য দোকান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে একই দোকানে গত তিন মাস আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ছিল। তখন তেমন একটা ক্ষতি হয়নি। এবিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশান অফিসার মোঃ নুরুল আলম দুলাল জানান,এ ঘটনার খবর শোনা মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌছেঁ অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ার আগেই এক ঘন্টা জোর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পাড়ে। এঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারিখ: ২৬/১০/২০২২ শেখ সালাউদ্দিন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ