Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

লুহানস্কে কিয়েভপন্থী ভাড়াটে বাহিনীকে ধ্বংস করেছে রুশ সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৪:৫২ পিএম

রুশ সশস্ত্র বাহিনীর ইউনিট সোমবার লুহানস্ক পিপলস রিপাবলিক (এলপিআর) এর ক্রেমেনায়া শহরের কাছে অগ্রসর হওয়ার চেষ্টাকারী কিয়েভ-পন্থী ভাড়াটেদের বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, এলপিআর-এর স্বরাষ্ট্রমন্ত্রীর একজন সহযোগী ভিটালি কিসেলেভ বলেছেন।

মঙ্গলবার রাশিয়ার চ্যানেল ওয়ানের একটি সম্প্রচারে তিনি বলেন, ‘আসলে, রাশিয়ান সেনাবাহিনী আমাদের অঞ্চলগুলিতে অনুপ্রবেশের চেষ্টাকারী ভাড়াটে বাহিনীকে একটি চূর্ণবিচূর্ণকারী ধাক্কা দিয়েছে।’

তার ভাষায়, ১৫ থেকে ৫০ সদস্যের ভাড়াটে সৈন্যদের কয়েকটি দল মিত্র বাহিনীর প্রতিরক্ষা পরীক্ষা করার চেষ্টা করেছিল। ‘এই প্রচেষ্টাগুলি একেবারেই কোনও ফল দেয়নি,’ এলপিআর কর্মকর্তা বলেছেন।

তার কথায়, এই দলগুলোকে ‘ছিন্নভিন্ন এবং নির্মূল করা হয়েছে’ এবং রাশিয়ান আর্টিলারি দ্বারা প্রায় ১০টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছিল। সূত্র: তাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ সেনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ