Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিত্রাংয়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাপ্পী চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১০:২২ এএম

ঢাকাই সিনেমার বর্তমান প্রকন্মের অভিনেতা বাপ্পী চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময়ই চলমান ইস্যুতে প্রায়ই নিজের মতামত প্রকাশ করে থাকেন এই অভিনেতা। পাশাপাশি নানা সময় নানা ভাবে অসহায় মানুষের পাছে দাঁড়ান তিনি। এবার ফের মানবিক কাজে সক্রিয় দেখা গেল তাকে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আগ মুহূর্তে ঝুঁকিপূর্ণ কয়েকটি অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন বাপ্পী।

মঙ্গলবার (২৫ অক্টোবর) ফেসবুকে বাপ্পী লেখেন, আমরা অনেকেই আজ হিংসা, অহংকার, অন্যকে কিভাবে ক্ষতি করা যায় আর নিজের স্বার্থ নিয়ে বেঁচে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কথাটা অনেকের কাছে অসত্য মনে হলেও, আমি বাস্তবতার নিরিখে বলছি। আমি গতকাল নিজেই সিত্রাং ঝড়ের কবলে পড়েছিলাম। আমি আমার পরিচিত পরিজন, আমার গ্রাম প্রতিবেশী এবং আমার সঙ্গে যারা নিয়মিত যোগাযোগ রাখেন, কথা বলেন, বিশেষ করে ভোলা, চরফ্যাশন, সাতক্ষীরার কিছু মানুষ গতকাল প্রচণ্ড বিপদের মুখে পড়েছিলেন। এদের মধ্যে অনেকেই নিম্ন মধ্যম আয়ের মানুষ ছিল, আসলেই তারা প্রচণ্ড বিপদের সম্মুখীন হয়ে পড়েছিলেন। আমি আমার স্ব-ইচ্ছায় তাদের খবরাখবর রাখতে গিয়ে, শুনতে পাই, তাদের এই খুপরি ঘরে থাকার মতন জায়গাটুকু নেই, সমস্ত কুঁড়েঘর পানিতে তলিয়ে গিয়েছে, এমনকি খুব কাছাকাছি আশ্রয় কেন্দ্রও নেই। তখন আমি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখি।

তিনি আরও লেখেন, আমার সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি। যাদের পাকা বাড়ি রয়েছেন, আমার পরিচিত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং যারা আমার চেনা জানা। তাদের সঙ্গে কথা বলে, ওই সকল বিপদগ্রস্ত তলিয়ে যাওয়া কুঁড়েঘরের মানুষগুলোকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। শুধু আশ্রয় নয় বরং আমার সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আমার চেষ্টা এখনো অব্যাহত রয়েছেন। দেশের এত বড় একটি ঝড়, এত বড় একটি বিপদ অতিক্রম করে চলে গেল। যেখানে দেশের সরকার, দেশের প্রশাসন, দেশের সাধারণ মানুষ, একের পর এক মানবতার সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন। একের পর এক মানুষ দোয়া আশীর্বাদ প্রার্থনা করেছেন। সেখানে আমাদের অনেকেরই অনেক দায়িত্ব ছিল। তবে আমি যেমন মানুষের ভালোবাসা পেতে খুব ইচ্ছুক! ঠিক তেমনি মানুষকে ভালবাসাতে, মানুষের পাশে থাকতে আমি প্রচণ্ড রকমের আগ্রহী। প্রাণপ্রিয় সোনার বাংলাদেশ ভালো থাকুক, ভালো থাকুক বাংলাদেশের ধর্ম বর্ণ ধনী-গরীব সাদা কালো প্রতিটি মানুষ।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলবর্তী মানুষ বেশ বিপদের মধ্যে পড়েছে। রাজধানী ঢাকাতেও এর প্রভাব টের পাওয়া গেছে। এই তাণ্ডবের কবলে পড়েছিলেন ঢালিউড অভিনেতা বাপ্পী চৌধুরী। তবুও নিজেকে নিয়ে ভাবেননি তিনি। ঝড়ের কবলে পড়েও পাশে দাঁড়িয়েছেন সিত্রাং তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ