Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইপজিগের বিপক্ষে হেরে জয়যাত্রা থামল রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৮:২৯ এএম

স্প্যানিশ লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ-এবারের মৌসুমির শুরু থেকে সব প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ছিল অপ্রতিরোধ্য।সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে কাল চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিরুদ্ধে মাঠে নেমেছিল কার্লো আনচেলেত্তির দল।সব ধরণের পরিসংখ্যানে এগিয়ে থাকার পরেও এদিন জার্মান দলটির বিপক্ষে লস ব্লাঙ্কোসরা ৩-২ গোলে ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে।হেরেও এক ম্যাচ হাতে রেখে নকআউটের টিকিট নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ রেড বুল অ্যারেনায় এদিন শুরু থেকেই লাইপিজেগ চেপে ধরে রিয়াল মাদ্রিদকে।ম্যাচের মাত্র ১৮ মিনিটে মধ্যে দুই গোল হজম করে ম্যাচে অনেখানি পিছিয়ে পড়ে রিয়াল।এরপর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্ঠা করে যায় বেনজামারা।৪৪ মিনিটে একটি গোল শোধও করে রিয়াল।মার্কো আসেনসিওর অ্যাসিস্ট থেকে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

তবে বিরতির পর সমতাসূচক গোলের দেখা পায়নি আনচেলেত্তির শিষ্যরা।উল্টো খেলা শেষ হওয়ার মিনিট দশেক আগে গোল করে রিয়াল মাদ্রিদকে ম্যাচ থেকে ছিটকে দেন জার্মান ফরোয়ার্ড টিমো ওয়েরনার। তার গোলে ৩-১ গোল ব্যবধানে এগিয়ে ম্যাচের জয় একরকম নিশ্চিত করে লাইপজিগ।শেষ দিকে আরেকটি গোল করলেও হার এড়াতে পারেনি রিয়াল।

৩-২ গোলে ম্যাচে হারের পরেও ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট গ্রুপে সবার উপরেই আছে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে এখনো ভাগ্য ঝুলে আছে লাইপজিগের। পরের ম্যাচে তারা জয় না পেলে, পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থাকা শাখতার দোনেৎস্ক জিতে গেলে গোল ব্যবধানের হিসাবে বাদ পড়তে পারে লাইপজিগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ