Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষ্প্রভ হ্যালান্ড,মাহারেজের পেনাল্টি মিসের রাতে হোচট খেল সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ৮:২৭ এএম

বরুশিয়া ডর্টমুন্ডের কোচ এডিন টেরজিৎস জানতেন সিটিকে ঠেকাতে দলটির গোলমেশিন খ্যাত স্ট্রাইকার হ্যালান্ড বেধে রাখার বিকল্প নেই।তিনি এই দায়িত্ব সপেছিলেন তার পরীক্ষিত ডিফেন্ডার হামেলসকে।জার্মানির এই তারকা সেই দায়িত্ব সফলতার সঙ্গে,তার কড়া মার্কিং এ প্রথমার্ধে গোল দেওয়া ত দূরের কথা, হ্যালান্ড বলে পা লাগাতে পেরেছেন মাত্র ১৩ বার।বিরতির পর গার্দিওলা ত এই স্ট্রাইকারকে একরকম মাঠেই নামান নি।নিজের সাবেক দলের বিপক্ষে হ্যালান্ডের গোল না পাওয়ার ম্যাচে আরেক ফরোয়ার্ড মাহারেজ পেনাল্টি মিস করলে ডর্টমুন্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার সিটিকে।

এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও গোলের দেখা পাচ্ছিল না কোন দলই।তবে গোলশূন্য প্রথমার্ধ শেষের পর ম্যাচে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগটি পায় স্কাই ব্লুজরা।ডর্টমুন্ড ডিফেন্ডার এমিরি কেন নিজেদের বক্সে মাহারেজেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

তবে তারই নেওয়া সেই স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন ডর্টমুন্ড গোলরক্ষক গ্রেগর কোবেল।ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তার নেওয়া সর্বশেষ চারটি পেনাল্টির মধ্যে তিনটিই মিস করেছেন মাহারেজ।এদিন মূল গোলিকিপারকে বসিয়ে তরুণ কিপার স্টেফান অর্তেগাকে নামিয়েছিলন সিটি কোচ।দারুণ কিছু সেভ করে এই গোলরক্ষক হঠাৎ আসা সুযোগটি কাজে লাগিয়েছেন ভালোভাবে।

তবে এই ড্রয়ে খুব একটি অসুবিধা হয়নি ম্যান সিটির। ৫ ম্যাচে তিন জয় ও দুই ড্র থেকে ১১ পয়েন্ট নিয়ে সবার উপরেই আছে পোপ গার্দিওলার দল।সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বরুশিয়া ডর্টমুন্ডের অবস্থান দ্বিতীয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ