Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘূর্ণিঝড় সিত্রাং মীরসরাইতে ড্রেজার ডুবে নিহত ৮ শ্রমিকের লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো ও মীরসরাই উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ৪:৫৪ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে ডুবে যাওয়া ড্রেজার থেকে আট শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফায়ার সার্ভিসের কর্মীরা মীরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় সাগর উপকূল থেকে এ সব লাশ উদ্ধার করে। জানা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঝড়ো হাওয়ায় বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। সকল শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার চরজৈন কাঠী এলাকা। নিহতরা হলেন-ওই এলাকার বাসিন্দা আনিস মোল্লা ২ ছেলে শাহীন মোল্লা (৩৫) ও তার ভাই ইমাম মোল্লা (২৫), একই এলাকার ইউসুফ আলী হাওলাদার পুত্র বশর হাওলাদার (৩৫), মৃত লোকমান ফকির পুত্র জাহেদুল ফকির (২২), সেকান্দর হাওলাদার পুত্র আল আমিন হাওলাদার (২৫), নুরু সদার এর পুত্র আলম সদার (৩৮), আব্দুল হক মোল্লা পুত্র মাহমুদ মোল্লা (২৬), রহমান খানের পুত্র তারেক মোল্লা (২০)।সোমবার রাত ১০টায় ড্রেজারটি ডুবে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ