Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি আমার মতোই আছি : পরীমণি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১২:২৬ পিএম

পরীমণির জন্মদিন ছিল গতকাল। বরাবরের মতো এ বছরও জমকালো আয়োজনে উদযাপিত হলো এ লাস্যময়ীর জন্মদিন। মাঝে নানা চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছে তাঁকে। তাই তো কেউ কেউ বলেন, পরীমণি নাকি অনেকটা বদলে গেছেন। সত্যিই কি তিনি বদলে গেছেন।

জানতে চাইলে সংবাদ মাধ্যমকে পরীমণি বলেন, ‘অনেকে পয়েন্ট করে ধরিয়ে দেয় যে, তুমি বদলে গেছ। আসলে মানুষের জীবনধারা বদলায়। মানুষটা কি বদলায়? বদলায় না। আমার মনে হয় আমি আসলে বদলাইনি। আমি আমার মতোই আছি। ভিতরের যে সত্তা, সেটা তো আমিই। আমার জীবন থেকে কোনো কিছু মাইনাস হয়নি। যেটা প্লাস হয়েছে, সেটা হলো মাতৃত্ব। মাতৃত্ব সবকিছু সুন্দর করে দেয়’।

এ ছাড়া স্বামী শরিফুল ইসলাম রাজ সম্পর্কে পরী বলেন, ‘আমার এক বছরের প্রেগন্যান্সির জার্নিতে রাজ মানসিকভাবে, সবরকম সহযোগিতা করে গেছে, সে সারাক্ষণ আমার সঙ্গে ছিল। রাজ আসলে একটা ম্যাজিক। কীরকম করে জানি রাজ সবকিছু সামলে নেয়। সবকিছু মিলিয়ে মানুষটাকে (রাজ) যত দেখি তত মুগ্ধ হই। প্রতিদিনই রাজের প্রেমে পড়ি। আসলে ও সত্যিই একটা ম্যাজিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ