Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালিন হার্ট অ্যাটাকে এক সমর্থকের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০২২, ১০:৫৩ এএম

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার টান টান উত্তেজনার ম্যাচে শেষ বলে জয় পেয়েছে ভারত। এই ম্যাচ চলাকালিন হার্ট অ্যাটাকে এক ভারতীয় সমর্থকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সমর্থকের নাম বিটু গগৈ। তার বাড়ি ভারতের আসাম রাজ্যের শিবসাগর জেলায়।

এদিন সেখানকার একটি সিনেমা হলে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আয়োজন করা হয়েছিল। সেখানে বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন বিটু।

ম্যাচ শেষ হওয়ার আগ মুর্হর্তে অসুস্থ হয়ে পড়েন ৩৪ বছর বয়সী বিটু। এরপর বন্ধুরা তাকে ধরাধারী করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ হিসেবে ডাক্তাররা জানিয়েছেন, কার্ডিয়াক অ্যারেস্ট তথা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

তার বন্ধুরা জানিয়েছে, ওই হলে তিল ধারনের ঠাঁই ছিল না। প্রচুর লোক সমাগম হয়েছিল। ম্যাচের শেষ মুহূর্তে প্রচুর চিৎকার-চেচামেচি চলছিল। ডাক্তারদের মতে, ম্যাচের টানটান উত্তেজনা, হলের চিৎকার-চেচামেচি, গরম ও অক্সিজেন স্বল্পতার কারণে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকতে পারে।

অবশ্য এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবসাগর জেলা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ