বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম চিড়িয়াখানায় নেদারল্যান্ডস থেকে আনা হয়েছে ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এগুলো চিড়িয়াখানায় পৌঁছায়।
চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন প্রাণী আনার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় ছয়টি ক্যাঙারু ও ছয়টি লামা আমদানি করা হয়েছে।
‘এসব বিদেশি নতুন প্রাণী চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীদের আরও বেশি আকৃষ্ট করবে। আজ সকাল ১০টায় সর্বসাধারণের দেখার জন্য প্রাণীগুলো উন্মুক্ত করা হয়েছে।’
শুভ আরও বলেন, ‘চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও নতুন প্রাণী আসবে। দক্ষিণ আফ্রিকা থেকে এক জোড়া সিংহ, ছয়টি ম্যাকাওসহ অনান্য প্রাণী আসবে। সব মিলিয়ে নতুন প্রাণী আনার জন্য ১ কোটি ৬৯ লাখ টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।