Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিড়িয়াখানায় বাঘ পরিবারে দুই অতিথির আগমন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ পরিবারে নতুন দুই অতিথির আগমন ঘটেছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বাঘ শাবক দু’টির নামকরণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। করোনালকডাউনের সুযোগে চিড়িয়াখানার বাঘ পরিবারে জন্ম নিয়েছে নতুন দু’টি শাবক।

গতকাল রোববার জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আব্দুল লতিফ ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় প্রায় দেড় বছর দর্শনার্থীর চাপ না থাকার সুযোগে প্রাণীরা নিজস্ব পরিবেশ ফিরে পায়। সেই সুযোগে আড়াই মাস আগে জন্ম নেয় বাঘ শাবক দু’টি। সোমবার আনুষ্ঠানিকভাবে বাঘ শাবক দু’টির নামকরণ করবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। চিড়িয়াখানা খুললে দর্শনার্থীরা বাঘ শাবক দু’টি দেখতে পারবেন বলেও জানান কিউরেটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিড়িয়াখানা

২৮ আগস্ট, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ