নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
লা লিগা এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রিয়াল মাদ্রিদ।তার উপর সদ্যাই চির প্রতিদ্বন্দ্বী বার্সালোনাকে এল ক্লাসিকতে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি।এলচের বিপক্ষে গতকাল আনচেলেত্তির দল কাল নেমেছিল তাই পরিষ্কার ফেবারিট হিসেবে।আর ফেভারিটের মত ফুটবল খেলেই তারা ৩-১ গোলে হারিয়েছে এলচেকে।
সদ্যই বর্ষসেরা ফুটবলারের তকমা জেতা করিম বেনজেমা গতকালও নাম লিখিয়েছন স্কোরশিটে।ভালভার্দের পা থেকে এসেছে অন্য গোলটি।
এদিন শুর থেকে একের পর এক আক্রমণে যাওয়া রিয়াল গোলের দেখাও পেয়ে যায় দ্রত।১১ মিনিটের মাথায় বেনজেমার নেওয়া শট ঠেকিয়ে দেন এলচে গোলরক্ষক। তবে বল তখনও ক্লিয়ার করতে পারেনি ক্লাবটির ডিফেন্ডাররা। বক্সের বাইরে বল আসে ভালভার্দের পায়ে। জোরালো শটে এলচের জাল খুঁজে নেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
বিরতির ৭৫ মিনিটে গোল করে ব্যাবধান দিগুণ করেন করিম বেনজেমা।এই গোলের এসিস্টের ভূমিকায় ছিলেন রদ্রিগো।
এই জয়ের ফলে লা লিগা পয়েন্ট টেবিলে ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্র থেকে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ২২। ১০ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে এলচে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।