Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টটেনহ্যামের বিপক্ষে সহজ জয় পেল রেড ডেভিলসরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২২, ৬:২৪ এএম

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হেগ ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলানোর ব্যাপারটি এক রকম রহস্যের ভেতর রাখছেন। কোনদিন শুরু থেকে পর্তুগিজ তারকাকে মূল একাদশে রাখেন, কোনদিন মাঠে নামান খেলার শেষ ১৫-২০ মিনিট আগে। আর গতকাল তো নামালেন ই না! তার এই সিদ্ধান্তে হতাশা লুকাতে পারেন নি রোনালদো। মাঠ ছেড়েছেন নির্ধারিত মিনিটের খেলা শেষ হওয়ার আগেই।তবে তাকে ছাড়াই ইউনাইটেড ২-০ গোলের হারিয়েছে হ্যারি কেইনের টটেনহ্যাম।

তবে স্কোরলাইন যেমনটা দেখাচ্ছে,তার থেকে অনেক বেশি দুর্দান্ত খেলেছে ম্যানিইউ।স্পার্স গোলরক্ষক হুগো লরিস অসাধারণ কিছু সেভ না করতে পারলে ব্যবধান আরো অনেক বড় হত।পুরো ম্যাচে ইউনাইটেড খেলোয়াড়দের নেওয়া পাঁচটি জোরালো শট ঠেকিয়ে দিয়েছেন এই গোলকিপার।

লরিসের নৈপুণ্যেই প্রথমার্ধ শেষ হয় কোন গোল ছাড়াই।তবে রক্ষনভাগের ব্যর্থতায় এদিন একের পর এক আক্রমণ চালানো ইউনাইটেডকে বিরতির পর আর ঠেকিয়ে রাখতে পারেননি লরিস।৪৭ মিনিটে ফ্রেডের গোলের এগিয়ে যায় রেড ভেলিসরা।জ্যাডন সাঞ্চো এসিস্ট থেকে পাওয়া বলে জোরালো এক শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

৬৯ মিনিটের মাথায় ইউনাইটেডর আরেক মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস ফের একবার প্রতিপক্ষের জালে বল পাঠালে ম্যাচের ফলাফল অনেকটা নিশ্চিত হয়ে যায়।

এ জয়ের পর ১০ ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৭ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। ১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে দুইয়ে অবস্থান করা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ