Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিংড়ায় আফতাব-রুহুল খুনের ১০দিন পর ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার!

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:৩৪ পিএম

নাটোরের সিংড়ায় আফতাব উদ্দিন ও রুহুল আমিন খুনের ১০দিন পর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি ও সুকাশ ইউপির সদস্য ফরিদুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাইওয়ের পাটধারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,দীর্ঘদিন ধরে সিংড়া উপজেলার বামিহাল গ্রামে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলে আসছিল। গত (৯অক্টোবর) দু’পক্ষের সংঘর্ষে আফতাব উদ্দিন ও রুহুল আমিন নিহত হয়েছে। এতে ওই গ্রামে গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন ইউপি সদস্য ফরিদুল ইসলাম।

বুধবার (১৯অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাইওয়ের পাটধারী এলাকা থেকে ফরিদুলের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ইউপি সদস্য ফরিদুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে। তিনি বলেন, দুই দশকে ওই এলাকায় দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১২জন নিহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ