বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানসিক রোগের চিকিৎসা নিতে এসেছিলেন এক ছাত্রী। কিন্তু তার রূপে চোখ পড়ে যায় চিকিৎসকের। দিয়ে বসেন বিয়ের প্রস্তাব। প্রস্তাবে যে কেবল ছিল প্রলোভন, ঢের পেলেন গর্ভবতী হওয়ার পর। দীর্ঘ ৪ বছরের লালসা মিটিয়ে ওই ছাত্রী থেকে মুখ ফিরিয়েও নেন ডাক্তার। এতে সহ্য করতে পারেনি সে। অবশেষে চিকিৎসকের চেম্বারে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন গর্ভবতী ছাত্রী। ঘটে হুলস্থুল কান্ড। চিৎকার দিয়ে দাবী জানান বিয়ের, সেই সাথে বলেন আমার গর্ভে তোমার সন্তান। তারপর ঘটনাস্থলে পৌঁছে এসএমপি থানা পুলিশ। আটক করা হয় মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. আর কে এস রয়েলকে। এ ঘটনা ঘটে গতকাল রোববার (১৬ অক্টোবর) রাতে নগরীর কাজলশাহ ল্যাবএইড লি. ডায়াগনস্টিক সেন্টারে। আটক ডাক্তারের বিরুদ্ধে কতোয়ালী মডেল থানায় একটি মামলাও দায়ের করেছেন বিয়ের প্রলোভনে ধর্ষিতা সেই ছাত্রী। ধর্ষক ডাক্তার সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও সাইকিয়াট্রি বিভাগের প্রধান। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, অভিযোগকারী ২০১৮ সাল থেকে সিলেটের এ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে ওই তরুণীর প্রতি আসক্ত হয়ে পড়েন তিনি। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন মামলাবাদী।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।