বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা প্রথম সেতুর উপর থেকে মোঃ সাদ্দাম হোসেন (২৮) নামে ডিএমপি’র এক পুলিশ কন্সটেবলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল (শনিবার) বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ খোরশেদ আলম জানান, লোক মারফত আমরা খবর পাই যে প্রথম বুড়িগঙ্গা সেতুর উপর এক ব্যক্তির লাশ পড়ে আছে। আমরা সেখানে যাই এবং নিহত ব্যক্তির পকেট তল্লাশি করলে তার পকেট থেকে পলিশের একটি সিসি পাওয়া যায়। এই সিসির মাধ্যমেই তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। নিহত ব্যক্তির নাম মোঃ সাদ্দাম হোসেন। তার কং নম্বর ৩২৪৮৪। সে ডিএমপি’র পূর্ব জোনে কর্মরত ছিল। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর থানার সোয়া পাড়া গ্রামে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি পুলিশের সদস্য। সে ডিএমপিতে কন্সটেবল পদে চাকুরী করতো। উদ্ধারকৃত লাশে শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তাই প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই তার মৃত্যুর কারণ জানা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।