Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাইলফলক ম্যাচে গোল পেলেন কেইন, সহজ জয়ে শীর্ষ চারে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৭:০৪ এএম

ইংল্যান্ড ফুটবলের মধ্যমণি হ্যারি কেইনের সাথে প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহ্যামের সম্পর্কটা দীর্ঘদিনের। ২০০৪ সালে স্পার্সদের অনূর্ধ্ব-১৮ দলে ছিলেন এই ইংলিশ স্ট্রাইকার। প্রায় পাঁচ বছর যুব দলে কাটানোর পর ২০০৯ সালে ক্লাবের মূল স্কোয়াডে জায়গা পান তিনি। তবে অভিষেকের জন্য অপেক্ষা করতে হয়েছে আরো বছর দুয়েক,২০১১ সালে ইউরোপা লিগের হার্টসসের বিপক্ষে প্রথম সুযোগ পান হ্যারি কেন।

এরপর কেটেছে প্রায় একযুগ।আসরের পর আসর দারুণ ফুটবল খেলে কেইন শুধু টটেনহ্যামই নয়, হয়ে উঠেছেন বর্তমান ইংলিশ ফুটবলেরই সবচেয়ে বড় তারকা।

গতকাল এভারটনের বিপক্ষে স্পার্সদের জার্সি গায়ে ৪০০ তম ম্যাচে মাঠে নেমেছিলেন গত বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী এই তারকা।গতকাল গোল করে দলকে জিতিয়েই মাইলফলক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন এই স্ট্রাইকার।তার ও হজবিয়ার্গের গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম।

ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললেও টটেনহ্যাম প্রথমার্ধে কোন গোল পায়নি।৫৬ মিনিটে স্পট কিক থেকে লক্ষভেদ করে দলকে এগিয়ে দেন কেইন। ৮৬ মিনিটে হজবিয়ার্গের গোলে জয় নিশ্চিত হয় স্পার্সদের।

এ জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার তৃতীয় নম্বরে উঠে এসেছে এন্টনিও কন্তের শিষ্যরা।দুইয়ে থাকা সিটির সাথে স্পার্সদের পয়েন্ট সমান(২৩)।যদিও ম্যান সিটি একটি ম্যাচ(৯) কম খেলেছে টটেনহ্যাম (১০)থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ