প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অনেক তারকা আছেন যারা পর্দায় একসঙ্গে কাজ করতে গিয়ে একে অপরের কাছাকাছি এসেছেন। মন দেয়া-নেয়া করেছেন। এমনকি বিয়ে পর্যন্ত করার নজির আছে। শোবিজ দুনিয়ায় এটি নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন এ সময়ের পরিচিত দুই অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি।
দেশের কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে তাদের গোপন প্রেমের খবর। সেসব খবর থেকে জানা গেছে, শিগগিরই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসবেন। ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডের মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
দুই তারকা বলেন, ‘আমাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এটা সত্যি৷ আমাদের এই সম্পর্কের ব্যাপারে দুজনের পরিবারই অবগত। একটা পরিণতির দিকে যাব আমরা পারিবারিকভাবেই। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা যাচ্ছে৷ তাই আরও কিছুদিন সময় নিতে চাই।’
ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন তানিয়া বৃষ্টি। এরপর সিনেমাতেও কাজ করেছেন তিনি। সম্প্রতি নিয়মিত হয়েছেন ছোট পর্দায়। অন্যদিকে আরশ খানও বেশ জনপ্রিয়। ইউটিউব ভিত্তিক নাটকে তাকে নিয়মিত দেখা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।