Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৩:২৩ পিএম

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শমশের মন্ডলের মোড় এলাকায় পাপিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ ঘর থেকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি মতিহার থানার ধরমপুর এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তিনি একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে রুমন রেজার স্ত্রী।

পাপিয়ার পরিবার জানায়, দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক থেকে ২০১৫ সালে বিয়ে করেন রুমন পাপিয়া। তাদের ঘরে নাভা নামে ৫ বছরের একটি মেয়ে ও ২ বছরের একটি ছেলে রয়েছে। বছরখানেক হলো তারা শমশের মন্ডলের মোড়ে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন।
প্রতিবেশিরা বলছেন, বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে মনমালিন্য চলছিলো। পাপিয়ার থেকে আলাদা থাকতেন রুমন। স¤প্রতি রুমন তার স্ত্রীকে তালাকের নোটিশ পাঠান। সকালে পাপিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশিরা।

পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। চন্দ্রিমা থানার ওসি এমরান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ