Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজবাড়ীতে বাজার পাহাড়াদারের লাশ উদ্ধার

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ১২:৩৪ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আবু কালাম জোয়ার্দ্দার (৭০) নামে এক বাজার পাহাড়াদারের লাশ উদ্ধার করেছে। তিনি উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের মৃত গহের জোয়ার্দ্দারের ছেলে।

বুধবার (১২ অক্টোবর) সকালে বেরুলী পিঁয়াজ বাজার সংলগ্ন পরিত্যাক্ত ভিটা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বাজার পাহাড়াদার আবুল কাশেম বলেন, আমিসহ কয়েকজন মিলে বেরুলী বাজার পাহাড়া দিই। বুধবার ভোর রাতে শরীর খারাপের কথা বলে আবু কালাম জোয়ার্দ্দার বাড়ীর উদ্দেশ্যে চলে যান। কিন্তু সকালে স্থানীয় মাধ্যমে জানতে পারি তাঁর লাশ বাজার সংলগ্ন পরিত্যক্ত ভিটায় পড়ে আছে।

বালিয়াকান্দি থানা এসআই রাজিবুল ইসলাম বলেন, পাহাড়াদার আবুল কালাম জোয়ার্দ্দার গত ৩-৪ দিন যাবত জ্বরে ভুগছিলেন। ভোর রাতে পিঁয়াজ বাজার সংলগ্ন পরিত্যক্ত ভিটায় কর্তব্যরত অবস্থায় মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ