প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সন্তানদের দিয়ে ফুটবল ক্লাব গড়ে তোলার ইচ্ছার কথা জানালেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে মুক্তিপ্রতীক্ষিত ‘দামাল’ সিনেমার টাইটেল স্পন্সরের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করেন এ নায়ক।
ফুটবলকেন্দ্রিক এই ছবির অন্যতম দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও রাজ। দুজনেই সম্প্রতি পুত্র সন্তানের বাবা হয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের প্রশ্ন করা হয়, সন্তানদের ফুটবলার বানাবেন কি না? প্রশ্নের উত্তরে সিয়াম বলেন, ‘আমার যদি সুযোগ হয় ফুটবল দল না শুধু একটা ফুটবল ক্লাব বানাবো তাদেরকে (সন্তান) দিয়ে।’
এমন কথা যে সিয়াম মজা করেই বলেছেন সেটি কারও বুঝতে বাকি ছিল না। আর সেকারণে তার উত্তর শোনার পর সেখানে হাসির রোল পড়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।