Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে সহজ জয় পেল ব্লুজরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৮:৩৭ এএম

চ্যাম্পিয়নস লিগে গ্রুপের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসি।ব্লজদের হয়ে গোল করেছেন জর্গিনহো ও অবামেয়াং।

এদিন ম্যাচের শুরুতেই মিলানের হয়ে খেলতে নামা সাবেক চেলসি খেলোয়াড় টমোরি ডি বক্সে ফাউল করলে লাল কার্ড থেকে মাঠ ছাড়েন।পেনাল্টির বাশি বাজান রেফারি। জর্গিনহো সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন।১০ জনের মিলানকে এর পরের ধাক্কাটি দেন চেলসি ফরোয়ার্ড অবামেয়াং।৩৪ মিনিটে জোরালো শটে ব্যবধান দিগুণ করেন তিনি।বাকি সময়ে আর কোন গোল না হলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পটারের শিষ্যরা।

দায়িত্ব নেওয়ার চেলসি কোচ গ্রাহাম পটারের ৫ ম্যাচে চতুর্থ জয় পেলেন।এই জয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের 'ই' গ্রুপের শেষে উঠে এল ব্লুজরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ