Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিকে ছাড়া খেলতে নামা পিএসজিকে রুখে দিয়েছে বেনফিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২২, ৮:৩৩ এএম

মেসি যে ইনজুরির কারণে গতকাল খেলতে পারবেননা সেটি আগেই জানা গিয়েছিল।তবে গতকাল

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচের আগে পিএসসির জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এম্বাপের ঘোষণা।ম্যাচ শুরুর ঘন্টা কয়েক আগে সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন দ্রুতই পিএসজি ছাড়তে চান তিনি।

মাঠের বাইরে এই দুঃসংবাদ শোনার পর গতকাল মাঠের ফলাফলেও হতাশ হতে হয়েছে দলটির সমর্থকদের।গতকাল পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে গলতিয়ের শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে এদিন নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি ফ্রেঞ্চ জায়ান্টরা। লিওনেল মেসির অনুপস্থিতে এমবাপ্পে-নেইমারের সঙ্গে পাবলো সারাবিয়াকে মুল একাদশে রেখে আক্রমণভাগ সাজিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

দলটির বেশ কিছু আক্রমণ ব্যর্থ হলেও ম্যাচে প্রথম এগিয়ে যায় পিএসজিই। ম্যাচের ৩৮ মিনিটের বক্সে হুয়ান বের্নাত ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন এমবাপ্পে।

তবে বিরতির পর এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান দিগুণ হতে পারত।৬২ মিনিটে গোল করে পিছিয়ে পড়া বেনফিকাকে সমতায় ফেরান জোয়াও মারিও।গোলটিও আসে স্পট কিক থেকে।ডি-বক্সে রাফাকে ফাউল করেছিলেন পিএসজির মার্কো ভেরাত্তি। প্রথমে ব্যাপারটি লক্ষ না করলেও পরে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।শেষদিকে এম্বাপ্পের একটি গোল আফসাইডের কারণে বাতিল হলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় পিএসজিকে।

এই ড্রয়ে শেষ ষোলোয় ওঠা ঝুলে গেছে দুই দলেরই। ৮ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে পিএসজি, দ্বিতীয় স্থানে বেনফিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ