Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ নাগরিকদের ফের ইউক্রেন ছাড়তে বলছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২২, ৫:৩৪ পিএম

সোমবার ইউক্রেনজুড়ে মুহুর্মুহু হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন শহরে আজ সোমবার অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করার একদিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী এই হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। খবর বিবিসি, এনডিটিভি।
রিপোর্ট, হামলায় এখন পর্যন্ত ৮ জন বেসামরিক লোকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এতে আহত হয়েছে আরও অনেকে। এই নিয়ে কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে অবস্থানরত নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে নিরাপদ সময় হলে ইউক্রেন ছাড়ার কথা বলেছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে টুইটে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত হামলা দেশটিতে বেসামরিক ও বেসামরিক কাঠামোর জন্য সরাসরি হুমকি।
দূতাবাসের পক্ষ থেকে ইউক্রেনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি নিরাপদ হলে ব্যক্তিগতভাবে স্থলভাগে ইউক্রেন ছাড়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র : বিবিসি, এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ