মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত ভ্রমনের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে জম্মু-কাশ্মিরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধ ও সহিংসতা বৃদ্ধির ফলে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
জম্মু-কাশ্মীর নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হলেও পূর্ব লাদাখ এবং তার রাজধানী লেহ্-তে যাওয়ার ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর এনডিটিভির
মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় নির্দেশনা জারি করে বলেছে, ‘ধর্ষণের মতো অপরাধের ঘটনা বাড়ছে ভারতে। ওই দেশের বিভিন্ন রিপোর্টেই তার উল্লেখ রয়েছে। পর্যটন কেন্দ্রগুলোতেও যৌন হেনস্থার মতো ঘটনা ঘটছে। সেই কারণে পর্যটকদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।’
জম্মু-কাশ্মিরের বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে ঘুরতে যাবেন না। ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে উত্তেজনা রয়েছে। সন্ত্রাসবাদ এবং অশান্তির ঘটনা ঘটে থাকে সেখানে।’
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যেকোনো সময় জঙ্গিরা হামলা চালাতে পারে। পর্যটনকেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে।’ বিভিন্ন দেশে সহিংস ঘটনা বেড়ে গেলে নাগরিকদের এমন সতর্ক করে যুক্তরাষ্ট্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।