Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারুল আজহার ক্যাডেট মাদরাসায় অভিভাবক সমাবেশ

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

গতকাল দারুল আজহার ক্যাডেট মাদরাসা উত্তরা মডেল টাউন ক্যাম্পাস প্রাঙ্গণে ইসলামি ক্যালিওগ্রাফি প্রদর্শনী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ অনলাইন ইসলামিক ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ডাইরেক্টর জেনারেল, ড. মুহাম্মদ শামসুল হক সিদ্দিকী। দারুল আজহার ফাউন্ডেশনের সচিব ও উত্তরা মডেল টাউন ক্যাম্পাসের চেয়ারম্যান, প্রিন্সিপাল মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পলাশ শিল্পাঞ্চল সরকারি বিশ^বিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক এম. আনিসুর রহমান শিপলু, দক্ষিণখান ক্যাম্পাসের নির্বাহী কমিটির সভাপতি এনামুল হক হাসান, তেজগাঁও মদিনাতুল উলুম কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও. মোস্তফা কামাল । আরো উপস্থিত ছিলেন -দক্ষিণখান ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা শরীফুল ইসলাম, একাডেমিক এ্যাডভাইজার মিসেস সুরাইয়া খন্দকার, দাবানল শিল্পীগোষ্ঠীর নির্বাহী পরিচালক এম. কাওসার আহমাদ সোহাইল, টিভি উপস্থাপক মাও. এম. লোকমান হোসাইন সাইফী প্রমুখ । অনুষ্ঠানে ইসলামি ক্যালিওগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ক্রেস্ট ও ম্যাডেল প্রদান করা হয়। দেয়ালিকা প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দাবানল শিল্পী গোষ্ঠীর সদস্যরা। Ñপ্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সমাবেশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ