Inqilab Logo

শনিবার, ০৮ জুন ২০২৪, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ যিলহজ ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে দুই পুলিশ হত্যা মামলার মূল হোতা গ্রেফতার

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ চোরাকারবারি ও অস্ত্র ব্যবসায়ী পারভেজের পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় শিবগঞ্জের দুই পুলিশ কর্মকর্তাকে। সেই চোরাকারবারি পারভেজকে গ্রেফতার করেছে এএসআই আহসানুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়ার রইচ উদ্দিনের ছেলে। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান জানান, আসামি পারভেজ জেলার একজন শীর্ষ চোরাকারবারি। তার বিরুদ্ধে শিবগঞ্জসহ বিভিন্ন একাধিক মামলা রয়েছে। পারভেজ পার্শ্ববতী দেশ থেকে অস্ত্র ও ফেনসিডিল এনে দেশের বিভিন্ন গন্তব্যে সরবরাহ করে থাকে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পারভেজকে তার নিজ গ্রাম শাহবাজপুর ইউনিয়নের উপর চাকপাড়ার একটি আম বাগান থেকে গ্রেফতার করা হয়। সে সময়ও পারভেজসহ তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে। এতে পারভেজসহ দুই পুলিশ সদস্য আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় পারভেজের কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেলসহ ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিবগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ