Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেসি ম্যাজিকের পরেও পিএসজি পয়েন্ট হারাল দানিলোর ভুলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২২, ৮:১১ এএম

চ্যাম্পিয়নস লিগে মেসির দারুণ এক গোলের পরও গতকাল জয় পায়নি পিএসজি। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছেন গলতিয়ের শিষ্যরা।বেনফিকার গোলটি অবশ্য এসেছে পিএসজির পর্তুগিজ ডিফেন্ডার দানিলোর 'আত্মঘাতী টাচ' থেকে।

আত্মঘাতী গোল পেলেও এদিন পিএসজির বিপক্ষে দারুণ লড়েছে ইতালিয়ান ক্লাব বেনফিকা।পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা দুর্দান্ত কিছু সেভ না করলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।

বেনফিকার ঘরের মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মাত্র ২২ মিনিটে মাথায় গোল করে দলকে লিড এনে নেন লিওনেল মেসি। মাঝ মাঠ থেকে বল নিয়ে দৌড়ে তিনি বাড়িয়ে দেন ডি-বক্সে সামনে থাকে এম্বাপেকে। সামনেই থাকা নেইমারকে পাস দেন এম্বাপে। ততক্ষণে আনমার্কড অবস্থায় বক্সের কাছে পৌছে গেছেন মেসি।নেইমারের আলতো পাসে বক্সের ঠিক বাহির থেকে বাঁ-পায়ে জোড়ালো শট জালে জড়িয়ে দেন আসা ৩৫ বছর বয়সী এই আর্জন্টাইন তারকা।

প্রথমার্ধে বলে নিয়ন্ত্রন নেইমার-মেসিদের বেশি থাকলেও আক্রমণে এগিয়ে ছিল বেনফিকা।একের পর এক আক্রমণের সুফল ৪২তম মিনিটে পায় ইতলিয়ান ক্লাবটি। এনসো ফের্নান্দেসের দারুণ ক্রসে লাফিয়েও মাথা ছোঁয়াতে পারেননি গনসালো রামোস। তার ঠিক পেছনেই থাকা দানিলো পেরেইরা মোমেন্টাম কন্ট্রোল করতে পারেননি।এই ডিফেন্ডারের গায়ে লেগে বল পিএসজি জালে জড়ালে ম্যাচে সমতা আসে।এর আগে বেশ কয়েকটি জোরালো শট ঠেকানো দোন্নারুম্মা অবশ্য এবার অনেকটা অসহায় ছিলেন।

বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোন দলই।পিএসজি এ সময় শট নিয়েছে ১২টি, যার একটিও পায়নি সফল পরিণতি । ফলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মেসিদের।

গ্রুপের অন্য ম্যাচে খাইফাকে ৩-১ গোলে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে জুভেন্টাস।আর ‘এফ’ গ্রুপের ম্যাচে সান্তিয়াগো বের্নাবেউয়ের বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ