নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ওয়ানখেদে স্টেডিয়ামে ঠিক ১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল ইংল্যান্ড। সেদিনও মুম্বাইয়ের এই মাঠেই প্রথম ইনিংসে ঠিক ৪০০ রান করেছিল এন্ড্র ফ্লিন্টফের দল। ম্যাচটি শেষ পর্যন্ত ২১২ রানের বিশাল ব্যবধানে জিতেছিল সফরকারীরা। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের দৃঢ়তা এবার সে কথা বলছে না।
দলীয় ৩৯ রানে লোকেশ রাহুলকে হারালেও দিনটা ইংলিশদের হতে দেয়নি মুরালি বিজয় (৭০*) ও চেতস্বর পুজারার (৪৭*) অবিচ্ছিন্ন ১০৭* রানের জুটি। শেষ সেশনে শত চেষ্টা করেও কোন ইউকেটের দেখা পাননি ইংলিশ বোলাররা। ৯ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে এখনো ২৫৪ রানে পিছিয়ে বিরাট কোহলির দল।
গতকাল মধ্যাহ্ন বিরতির আগেই ব্যাটে নামার প্রস্তুতি নিচ্ছিল ভারত। কিন্তু ৩৩৪ রানে ৮ উইকেট যাওয়ার পর তখনও ব্যাটে ছিলেন জস বাটলার। নবম উইকেটে জ্যাক বলকে নিয়ে তিনি গড়েন ৫৪ রানের জুটি। বিরতির পর দলীয় সংগ্রহ ঠিক চারশ’র কোঠায় পৌঁছানোর পরই শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ৭৬ রানে রবিন্দ্র জাদেজার বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন বাটলার। এ নিয়ে শেষ তিন টেস্টে প্রথম ইনিংসে চারশোর্ধোর সংগ্রহ দাঁড় করালো ইংল্যান্ড। এবারো ইংলিশ ব্যাটসম্যানদের সবগুলো উইকেটই গেছে ভারতীয় স্পিনারদের ঝুলিতে। ১০৯ রানে ৪ উইকেট নেন জাদেজা। তবে ১১২ রানে ৬ উইকেট নিয়ে আবারো ভারতের সেরা বোলার রভিচন্দ্রন আশ্বিন। এ নিয়ে কপিল দেবের সাথে যৌথভাবে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৩ বার ৫ উইকেট শিকার করলেন আশ্বিন।
ইংল্যান্ড : ১৩০.১ ওভারে ৪০০ (কুক ৪৬, জেনিংস ১১২, রুট ২১, মঈন ৫০, বেয়ার’শ ১৪, স্টোকস ৩১, বাটলার ৭৬, ওকস ১১, রশিদ ৪, বল ৩১, অ্যান্ডারসন ০*; ভুবনেশ্বর ০/৪৯, উমেশ ০/৩৮, অশ্বিন ৬/১১২, জয়ন্ত ০/৮৯, জাদেজা ৪/১০৯)।
ভারত : ৫২ ওভারে ১৪৬/১ (রাহুল ২৪, বিজয় ৭০*, পুজারা ৪৭*; অ্যান্ডারসন ০/২২, ওকস ০/১৫, মঈন ১/৪৪, রশিদ ০/৪৯, বল ০/৪, স্টোকস ০/৪, রুট ০/৩)।
দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৫৪ রানে পিছিয়ে ভারত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।