Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবসের কবিতা

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

তুমি বাংলা ছাড়ো

আবদুল হাই শিকদার
রক্তচোখের আগুন মেখে
ঝলসে যাওয়া আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয়
কণ্ঠনালীর খুনপিয়াসী ছুরি,
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে
কেউটে সাপের ঝাঁপি!
আমার হাতেই নিলাম আমার
নির্ভরতার চাবি;
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া,
তুমি বাংলা ছাড়ো।
তুমি আমার বাতাস থেকে
মোছো তোমার ধুলো,
তুমি বাংলা ছাড়ো।
কাজ কি দ্বিধার বিষণœতায়
বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি!
আমার বুকেই ফিরিয়ে নেবো
ক্ষিপ্ত বাজের থাবা;
তুমি আমার জলস্থলের
মাদুর থেকে নামো,
তুমি বাংলা ছাড়ো।
ঘাতক, তুমি বাংলা ছাড়ো।

 

দেখা দিয়ো
মাহমুদ শফিক
যদি ঘুমের মধ্যে সারস হয়ে
উড়ে যাও তুমি শীতের দেশে,
যদি আমি পড়ে থাকি একা,
পোকামাকড় খেয়ে ফেলে আমার
সমস্ত শরীর,
শয্যায় পড়ে থাকে হাড়গোড়,
তখন কি আমাকে চিনতে
পারবে তুমি?
আমি মাছ হয়ে চলে যাবো
সমুদ্রে,
ধরা দেবো জেলের জালে,
সে রেখে যাবে আমার কঙ্কাল
সমুদ্রের তটে,
তুমি সিন্ধু ঈগল হয়ে দেখা দিও।

 

রক্তরঙের ছবি
হাসান হাফিজ
রক্তপিছল পথ পেরিয়ে
তোমাকে ছুঁই স্বাধীনতা
তুমি আমার প্রাণের মর্ম
আত্মীয় সুখ বিয়োগব্যথা।
শোষণ-পীড়ন জেল জুলুমে
শৃঙ্খলিত বন্দি থেকে
রক্তরঙে তোমার ছবি
মানসপটে নিপুণ এঁকে

হই গেরিলা অস্ত্র ধরি
মাতৃভূমি স্বাধীন করি

লাল সবুজের এই পতাকা
রক্তদামে ছিনিয়ে আনি
স্বাধীনতার সত্য পথে
লাখ শহীদান অমর জানি

 


সময়ের মূল্য
রুস্তম আলী

এক মিনিটের অবজ্ঞায় দেহের একটি অঙ্গ গুড়িয়ে যেতে পারে,
একটা জীবনও চলে যেতে পারে অকালে।
তেমনি এক মিনিটের নিমিত্ত দুর্ঘটনা থেকে একটি
মানুষ ফিরে পেতে পারে দেহের একটি অঙ্গ
কিংবা অকাল মৃত্যুর হাত থেকে পুনর্জীবন।
আসলে আমরা এতটাই বিজ্ঞ যে, অর্থ-সম্পদ বাড়ি-গাড়ি
জমি-জায়গা সব কিছুরই মূল্য বুঝি
কিন্তু সময়ের মূল্য বুঝি না।



 

Show all comments
  • মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ১৬ ডিসেম্বর, ২০২২, ৮:০৩ এএম says : 0
    · ????????.....????বিজয় দিবস????........???????? ????১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন-❤️???? আসুন কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই বীরদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি
    Total Reply(0) Reply
  • Md Ali Azgor ১৬ ডিসেম্বর, ২০২২, ৮:০৪ এএম says : 0
    ১৬ই ডিসেম্বর তুমি বাঙালির অহংকার তুমি কোটি জনতার, বিজয় নিশান স্বাধীন বাংলার স্বাক্ষর
    Total Reply(0) Reply
  • Golam Kibria ১৬ ডিসেম্বর, ২০২২, ৮:০৪ এএম says : 0
    ১৬ই ডিসেম্বর তুমি মহা বিজয়ের মহা উল্লাস???? তুমি বিধবা মায়ের বন্দী শ্বাসের শান্তির নিঃশ্বাস???? বিজয় তুমি বাংলার লাল সবুজের পতাকা ???????? বিজয় তুমি বাংলার গণ মানুষের স্বাধীনতা???? বিজয় তুমি আমার মায়ের মুখের হাসির ছবিটা???? বিজয় তুমি সাঁজ বেলায় মেঘের কবিতা ???? সবাইকে জানাই মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা।
    Total Reply(0) Reply
  • Md Parves Hossain ১৬ ডিসেম্বর, ২০২২, ৮:০৪ এএম says : 0
    “আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!” সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহান বিজয় দিবস

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২২
১৬ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন