Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

শান্তিরক্ষা মিশনে বোমা বিস্ফোরণে নিহত নীলফামারীর জাহাঙ্গীর

নীলফামারী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১:১৩ পিএম

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় পুঁতে রাখা দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন বাংলাদেশি সেনাসদস্য।


বাংলাদেশ সময় মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর ৬টায় ওই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে জাহাঙ্গীর আলম নামের একজনের বাড়ি নীলফামারীতে। তিনি জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের লতিফর রহমানে ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন জাহাঙ্গীর আলম। ১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যান তিনি। আজ সকালে সেবাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমসহ ৩ জন নিহতের বিষয়টি পরিবারকে জানিয়েছেন।

এদিকে জাহাঙ্গীর আলমের নিহত হওয়ার খবরে শোকের মাতম বইছে তার পরিবারে। বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা লতিফর রহমান, বার বার মুর্ছা যাচ্ছেন জাহাঙ্গীর আলমের মা। শোক প্রকাশ করেছেন তার পাড়া প্রতিবেশীরাও।

বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীর আলমের বড় ভাই করপোরাল আবুজার রহমান বলেন,১০ মাস আগে মধ্য আফ্রিকান প্রজাতেন্ত্রর ব্যানব্যাট-৮ এলাকার উইক্যাম্পে শান্তিরক্ষী মিশনে যায় আলম। মঙ্গলবার ভোর ৪টায় মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে আমার ভাইসহ তিন বাংলাদেশি সেনা প্রাণ হারায় বলে সেনাবাহিনীর একজন ঊর্ধতন কর্মকর্তা জানায় আমাদের পরিবারকে।

তিনি আরও বলেন, বিষয়টি পরিবারে জানার পর থেকে সবাই শোকে কাতর হয়ে পরেছেন।ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক এই অনুরোধ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ