প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ডিলান হাসান : শাকিব ও অপু বিশ্বাসের মধ্যকার বিবাহ-সাদী এবং সন্তান লইয়া ছায়াছবির অঙ্গনে এন্তার আলোচনা হইয়াছে। অনেকের মনে এই বিশ্বাস দৃঢ় হইয়া উঠিয়াছে যে, শাকিব ও অপুর মধ্যে সত্যসত্যই বিবাহ হইয়াছে। তাহাদের সন্তান জন্মদানের দীর্ঘ সময়টি পার করিবার জন্য অপু দেশ থেকে নিরুদ্দেশ হইয়া পরদেশে চলিয়া গিয়াছেন। তিনি নাকি এখন কলিকাতায় আছেন। নতুন খবর প্রকাশিত হইয়াছে, এই মাসেই অপু সন্তান জন্ম দিবেন। সকলেই ধরিয়া লইয়াছেন ঘটনা যদি সত্যও হইয়া থাকে, তাহা হইলে উহা শাকিবেরই ঔরসজাত হইবে। ইহার অন্যথা হইবার কথা নহে। কারণ অপু কয়েক মাস আগে শাকিবের সাথে তাহার বিবাহ হইয়াছে, এই মর্মে বিস্তারিত বিবরণ দিয়াছিলেন। ফলে সন্তান যে শাকিবেরই হইবে, ইহাতে সন্দেহের অবকাশ করিবার উপায় নাই। তবে ইহাতেও ছায়াছবির অঙ্গনের কেউ কেউ সন্দেহ পোষণ করিয়া কানাঘুষা শুরু করিয়াছেন। এই অঙ্গনের কিছু দুষ্টু চরিত্রের লোক রহিয়াছেন, যাহারা অন্যের চিদ্রান্বেষণ করিয়া বেড়ান। কোনো কিছুই সোজাভাবে দেখিতে চাহেন না। দৃষ্টি সদা বক্র করিয়াই রাখেন। এই শ্রেণীর লোকজন এখন বলাবলি করিতেছে, অপুর যে সন্তান জন্মগ্রহণ করিবে উহা শাকিবের নহে এবং শকিব নাকি তাহা অস্বীকার করিয়াছেন। উহাদের কথা কোনো এক অবসরে শাকিব নাকি উন্মাতাল করিয়া তোলা তরল পানীয় পান করিয়া হেলিয়া-দুলিয়া বলিয়াছেন, অপু যে সন্তান জন্মদান করিতে যাইতেছেন, উহা তাহার নহে। ইহা লইয়া অপুকেও যথেষ্ট ভর্ৎসনা করিয়াছেন। ছায়ালোকের দুষ্টু শ্রেণীর এমন কথা এখন বেশ চাউর হইয়াছে। উহারা এমন কথাও বলিয়া বেড়াইতেছেন, শাকিব এখন কলিকাতায় আছেন, অপুকে বুঝাইয়া-শোনাইয়া শীতল করিবার নিমিত্তে এবং এ মাসের প্রায় পুরো শুটিং কলিকাতায় রাখিয়াছেন যেন সন্তান জন্মদানের সময়টিতে তিনি উপস্থিত থাকিতে পারেন। কথাটি কেমন বিপরীতমুখী হইয়া উঠিয়াছে। শাকিব যদি সন্তানের কথা অস্বীকারই করিয়া থাকিবেন, তাহা হইলে এত দীর্ঘ সময় অপুকে সময় দিতে কলিকাতা থাকিবেন কেন? অবশ্য, উন্মাতাল অবস্থায় কেহই স্বাভাবিক থাকিতে পারে না। আবোল-তাবোল বকিয়া থাকেন। এ সময় অনেক অপ্রকাশিত সত্য কথাও প্রকাশিত হইয়া পড়ে। উহা যাহাই হোক, খবরখানি যদি সত্য হইয়া থাকে যে অপুর পাশে থাকিবার জন্য শাকিব কলিকাতা গিয়াছেন, তবে উহা খুবই সুখবর। ছায়ালোকের শুভবুদ্ধির লোকজন উহাই চায়, শাকিব ও অপু সন্তান-সন্ততি লইয়া সুখে শান্তিতে বসবাস করুক। অনেক তো হইয়াছে! অনেক নদ-নদীর পানিও প্রবাহিত হইয়াছে। আর কতকাল এইসব অকাম্য গুঞ্জণ শাকিব-অপুকে শুনিতে হইবে। এইবার দুইজনই জনসম্মুখে হাজির হইয়া সবকিছু খুলিয়া বলিয়া এইসব গুঞ্জণের অবসান ঘটাইলেই তো হয়! গুঞ্জণ সত্য নাকি অসত্য, উহা তাহাদের মুখ থেকে শুনিলেই তো সব লেঠা চুকাইয়া যায়। এতো লুকোচুরি করিবার কী প্রয়োজন রহিয়াছে! উহারা নিশ্চয়ই ভালো করিয়া জানে, সত্য কখনো আড়াল থাকিবার বস্তু নহে। উহা আগুনের মতো। জ্বলিয়া-পুড়িয়া এক সময় বাহির হইবেই। তখন উহা দাউদাউ করিয়া জ্বলিবে। সবকিছু ধ্বংস করিয়া তবেই নির্বাপিত হইবে। কাজেই শাকিব ও অপুকে লইয়া যেইসব কথা চালাচালি হইতেছে উহা আর বর্ধিত হইতে না দিয়া সহসা সমাপ্ত করাই হইবে উত্তম কর্ম। তাহা না হইলে উহাদের মধ্যে যে শনির দশা লাগিয়াছে, তাহা সরল অংকের মতো সমাধা হইবে না। শনি লাগিয়াই থাকিবে। উহাতে উভয়েরই দীর্ঘকালের ক্ষতি ডাকিয়া আনিবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।